ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন ভ্যাকসিন আবিষ্কার হলে, আমরা দ্রুত পাব এবং সামনের দিনগুলোতে আর মাস্ক পরতে হবে না। তবে ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত সবাইকে মাস্ক পরে থাকতে হবে। কাজেই করোনা সংক্রামণ এড়াতে ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত স্বাস্থ্য সচেতনতার জন্য সকলকে মাস্ক পরার আহ্বান জানান মন্ত্রী।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়ার মাহফিলে পারতিল্লি জামে মসজিদ প্রাঙ্গণে এসব কথা তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা করোনায় আর একজনেরও মৃত্যু চাই না; যদিও এখনও দেশে করোনায় মৃত্যুর সংখ্যা কম। যেখানে ভারতে ৭০ হাজার মানুষ মারা গেছেন, অ্যামেরিকায় দুই লাখ; সেখানে বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৪ হাজার মানুষ মারা গেছেন। দুই লাখ সুস্থ হয়েছেন।’
প্রয়াত চেয়ারম্যান আব্দুস সালামের পুত্র বর্তমান তিল্লি ইউপি চেয়ারম্যান মো. মুরছালিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, গোড়পাড়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার প্রমুখ।